উবেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে কোরান খানি, দোয়া ও শিরণী বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
করোনায় মৃত্যুবরণকারী ব্যবসায়ী ও সমাজকর্মী মোহাম্মদ উবেদ আহমদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ হতে শুক্রবার (১১ জুন) বাদ জুম্মা গোলাপগঞ্জের শেরপুরের বাড়িতে কোরান খানি, দোয়া ও শিরণীর আয়োজন করা হয়।
এছাড়া প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতি রক্ষার্থে গঠিত ‘মোহাম্মদ উবেদ আহমদ চৌধুরী শিক্ষা ট্রাস্ট, সিলেট’ এর পক্ষ হতে গোলাপগঞ্জ উপজেলার শেরপুর জামে মসজিদের দ্বিতল ভবনের পুনঃনির্মাণ কাজে ১লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
ট্রাস্টের সভাপতি সুহেদ আহমদ চৌধুরী ও সেক্রেটারি (বাংলাদেশ ব্যাংকের ডিজিএম) জাবেদ আহমদ শুক্রবার বাদ জুম্মা পুনঃনির্মিতব্য শেরপুর জামে মসজিদ ভবনে মসজিদ কমিটির নিকট চেকটি হস্তান্তর করেন। চেক গ্রহণ করেন মসজিদ কমিটির উপদেষ্টা, শেরপুর গ্রামের প্রবীণ মুরব্বি আলহাজ্ব মো. জহুরুল ইসলাম চৌধুরী মানিক মিয়া।
মসজিদ কমিটির সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সেক্রেটারি মো. মাহামুদুর রহমান চৌধুরী ফারুক, মসজিদ কমিটির সদস্য ফরিদ উদ্দিন খান, ফলিক আহমদ, জামাল আহমদ, মোহাম্মদ উবেদ আহমদ চৌধুরী, শিক্ষা ট্রাস্টের ট্রাস্টি চৌধুরী হাসিন ইয়াসার আহমদ, রাকিন আহনাফ চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া প্রথম মৃত্যুবার্ষিকীতে মোহাম্মদ উবেদ আহমদ চৌধুরী শিক্ষা ট্রাস্টের পক্ষ হতে অসহায় শিক্ষার্থীদের মধ্যে ১০ হাজার টাকা বিতরণ হয়।