দানবীর রাগীব আলীর সাথে ব্যাংকার ও ক্রীড়া সংগঠক জাবেদ আহমদ-এর সৌজন্য সাক্ষাৎ
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ব্যাংকের ডিজিএম, সাইক্লোন, সিলেট-এর সভাপতি ও সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক জাবেদ আহমদ বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি দানবীর রাগীব আলীর সাথে মালিনীছড়া চা বাগান বাংলোয় সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
দীর্ঘ এক ঘন্টার বৈঠকে দানবীর রাগীব আলী সিলেটের ক্রীড়া সংগঠকদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। দানবীর রাগীব আলী প্রয়াত ক্রীড়া সংগঠক মোহামেডান ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিমলেন্দু দে নান্টু ও সহ-সভাপতি মোশাররফ হোসেন-এর কথা স্মরণ করেন। তিনি অসুস্থ মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আমিনুর রশীদ চুনু’র সুস্থতা কামনা করেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্যদের সাথে শীঘ্রই বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাতের সময় দানবীর রাগীব আলীর পুত্র দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদক মো. আব্দুল হাই টিপু ও রাগীব-রাবেয়া স্পোর্টস একাডেমির সহকারী পরিচালক জমিরুল হক উপস্থিত ছিলেন।
এসময় দানবীর রাগীব আলী ও মো. আব্দুল হাই টিপু প্রফেসর ড. গাজী আব্দুল্লা হেল বাকী অনুদিত ও সম্পাদিত “Ragib Ali – A Donorhero Turns Iron into Gold” বইটি বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জাবেদ আহমদকে উপহার দেন।