নগরীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
সময় সিলেট ডেস্ক :
নগরীতে এক কেজি গাঁজাসহ রঞ্জন মোদি (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১ জুন) বিকেল সাড়ে ৬টায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল জালালাবাদ থানার তারাপুর চা বাগানের তার (রঞ্জন) বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।
সে তারাপুর চা বাগানের হাজরাবাড়ির মৃত রবী মোদির ছেলে।
শুক্রবার রাত ৭টার দিকে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা গেছে- শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল জালালাবাদ থানার তারাপুর চা বাগানের হাজরাবাড়ি গ্রামের রঞ্জন মোদির বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে- তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাটি রয়েছে।