বিশ্বনাথে নিহত সুমেলের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথে গুলিতে নিহত হওয়া স্কুলছাত্র সুমেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুন) জুম্মার নামাজের আগে সুমেরলের নিজ গ্রাম চৈতননগর জামে মসজিদে এ দোয়া মাহিফিলের আয়োজন করেন ‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটি’র নেতারা। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা জিয়াউর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক আবুল কালাম, যুগ্ম-আহবায়ক ও স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া, শফিক আহমদ পিয়ার ও সদস্য-সচিব বাবুল মিয়া মস্টার, নিহত সুমেলের চাচা নজির উদ্দিন, ইব্রাহিম আলী সিজিল, গ্রামের বাসিন্দা মনির উদ্দিন, নিজাম উদ্দিন, আফজল আলী, মকবুল হোসেন, এমরুল ইসলাম, দুলাল মিয়া, শাহিন মিয়া, সালেহ আহমদ, ছোরাব আলী, আহমদ আলী, আব্দুল করিমসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।