নবীগঞ্জে বিয়ের ২২ দিনের মাথায় নববধূর আত্মহত্যা
নবীগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জে বিষপানে লাভলী বেগম (২০) নামের এক নববধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ জুন) রাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে বাবার বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেন তিনি।
জানা যায়- আউশকান্দি ইউনিয়নের আবদাল মিয়ার মেয়ে লাভলী বেগম ও দেবপাড়া ইউনিয়নের চিট ফরিদপুর গ্রামের মোজ্জাম্মেল মিয়ার সঙ্গে ২২ দিন পূবে পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে মনের মিল না হওয়ায় গত বুধবার লাভলীর বাবার বাড়িতে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরদিন বৃহস্পতিবার রাতে তিনি বিষপান করে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ। তিনি বলেন- ওই নারীর লাশ সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।