হাবিবুর রহমান হাবিবের পক্ষে গণসংযোগ করতে দেশে আসছেন আনোয়ারুজ্জামান চৌধুরী
বিশেষ সংবাদদাতা :
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কার) সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে নির্বাচনী গণসংযোগ করতে দেশে আসছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
চলতি সপ্তাহে তিনি দেশে আসছেন বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে- আনোয়ারুজ্জামান চৌধুরী দেশে এসে সিলেট-৩ নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার প্রতিটি পাড়ায়-মহল্লায়, গ্রাম-গঞ্জে জননেত্রী শেখ হাসিনা’র প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর নৌকার নির্বাচনী সভা, সমাবেশ ও মিছিল-মিটিংয়ে শতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করবেন।
উলেখ্য, সদ্য প্রয়াত সাংসদ মাহমুদ উস-সামাদ চৌধুরী’র মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী হিসেবে সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে।