স্বাস্থ্যবিধি বিবেচনায় এবারও হযরত শাহজালাল রহ. মাজারে ওরস হচ্ছে না
নগর সংবাদদাতা :
হযরত শাহজালাল রহ. এর মাজারে এবারও ওরস হচ্ছে না। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি বিবেচনায় গতবছরের ন্যায় এবারও ওরস স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ শনিবার (১২ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দরগা-ই হযরত শাহজালাল রহ. মাজারের মোতাওয়াল্লি (সরেকওম) ফাতেহ উল্লাহ আল আমান এ কথা জানান।
মাজারের মোতাওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান বলেন- করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ফলে গত বছরের মতো এ বছরও (১ ও ২ জুলাই) দুই দিনব্যাপী হযরত শাহজালাল রহ. ওরস উদযাপিত হচ্ছে না। তাই ওরসের নির্ধারিত দিন মাজারে ভক্ত ও আশেকানদের ভিড় না করার এবং ওই সময়ে নিজ নিজ অবস্থানে থেকে দোয়া ও মিলাদ পড়ার অনুরোধ জানাই।
মাজার সেক্রেটারি সামুন মাহমুদ খান বলেন- ৭০০ বছরের ইতিহাসে এই দ্বিতীয়বারের মতো শাহজালাল মাজারের ওরস হচ্ছে না। মুক্তিযুদ্ধের বছরও এখানে ওরস হয়েছে। কিন্তু এবার তা করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন- আমরা প্রথমে ভক্ত-অনুরাগীর ভিড় ছাড়াই নিয়ম রক্ষার জন্য ওরস আয়োজন করতে চেয়েছিলাম। গত সপ্তাহেও লোক সমাগম ছাড়া মাজারের লাকড়ি তোড়া উৎসবও করেছি। কিন্তু ওইদিন দেখা যায়, কাউকে না বললেও অনেক লোকই মাজারে জড়ো হয়ে যান।
সংবাদ সম্মেলনে হযরত শাহজালাল রহ. ও ৩৬০ আউলিয়া ভক্ত পরিষদের মহাসচিব ইউপি চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, খাদেম সামুন মাহমুদ খান, মো. শায়েদ ইকবাল ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।