শ্বশুর বাড়ি থেকে বিয়ানীবাজারের আলী নুর গ্রেফতার
বিয়ানীবাজার সংবাদদাতা :
সিলেটের বিয়ানীবাজারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক চারখাই ইউনিয়নের মৃত কুতুব আলীর ছেলে আলী নুর (৩২) কে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
শুক্রবার (১২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশের সহয়তায় আসামিকে তার শশুর বাড়ি থেকে গোসলরত অবস্থায় আটক করে এস আই ফয়সাল, এ এস আই নুরনবী’সহ পুলিশের বিশেষ একটি দল।
পুলিশ সুত্রে জানা যায়- পলাতক আলী নুর বিয়ানীবাজার উপজেলায় মাদক মামলায় দুই বছর সাজাপ্রাপ্ত ও ৫০০০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত হওয়ার পর দীর্ঘদিন পালিয়ে ছিলেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন- সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশনা সাজাপ্রাপ্ত আসামী’সহ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার অভিযান চলমান থাকবে সাজাপ্রাপ্ত আলী নুরকে আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।