নবীগঞ্জে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় মৌসুমীকে কুপিয়ে আহত
নবীগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জে মৌসুমী আক্তার (৩০) নামের এক নারীকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠেছে স্বামীসহ শশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় মৌসুমীকে নির্যাতন করা হয় বলে অভিযোগ তাদের বিরুদ্ধে।
এমন অভিযোগে হবিগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে স্বামী ও তার ভাবীসহ ৫জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন মৌসুমী আক্তার।
৬ জুন আদালতে অভিযোগ দায়েরের পর আদালত তা গ্রহণ করে নবীগঞ্জ থানা পুলিশকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রোববার (১৩ জুন) আদালতের এই নির্দেশ থানায় এসে পৌঁছে।
মৌসুমী নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের আজল পুর গ্রামের আব্দুস সালামের (৪৫) স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলার দীঘল বাক ইউনিয়নের রায়ঘর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মছব্বিরের মেয়ে। গত ২৯ মে সন্ধ্যা ৭টার দিকে শশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন করেন বলে মামলায় অভিযোগ করেন মৌসুমী। এরপর তিনি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
মৌসুমী মামলার এজাহারে উল্লেখ করেন- ২০১১ সালে পারিবারিকভাবে আব্দুস সালামের সাথে তার বিয়ে হয়। তাদের ৩টি কন্যা সন্তান রয়েছে। গত বছর মৌসুমীর ভাসুর সিরাজ মিয়া মৃত্যুবরণ করেন। এর পর থেকে আব্দুস সালাম তার ভাবীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এতে মৌসুমি বাধা প্রদান করলে ২৯ মে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আব্দুস সালামসহ আরও কয়েকজন।
মৌসুমী বলেন- ‘স্থানীয়দের সহায়তায় ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেয়েছি। তবে এখনও শারীরিকভাবে পুরো সুস্থ হতে পারেননি।’
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন- ‘আদালতের নির্দেশ মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’