বিবি’তে নতুন অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি :
পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই
—নির্বাহী পরিচালক মো. আবুল বশর
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর বলেছেন— পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। যথাযথ প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে প্রত্যকেই নিজেকে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে সমর্থ হবেন।
বাংলাদেশ ব্যাংকে নতুন যোগদানকারী অফিসার-জেনারেল ২০২১ ব্যাচের কর্মকর্তাদের যোগদান উপলক্ষে আয়োজিত ৫দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রশাসন বিভাগের উপমহব্যবস্থাপক খালেদ আহমদের সভাপতিত্বে সোমবার (১৪ জুন) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মহাব্যবস্থাপক মো. আবুল কালাম ও মো. সিরাজুল ইসলাম। সহকারী পরিচালক লিভাষ চন্দ্র পোদ্দারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- প্রশাসন বিভাগের যুগ্ম-ব্যবস্থাপক ফেরদৌসী বেগম।
৫ দিনব্যাপি এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রতিদিন দু’টি করে মোট ১০টি সেশন পরিচালিত হবে। ৮জন নতুন যোগদান করা অফিসার এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আবু ওয়াফা মো. মুফতি, শামীমা নার্গিস, মো. আমিনুল ইসলাম, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, মো. আতিকুর রহমান, কালিপদ রায়, জাবেদ আহমদ, ডা. উম্মে কুলসুম, সঞ্জীবন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।