আশক আলীর অবসরগ্রহণ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে বিদায় সংবর্ধনা
বিশেষ সংবাদদাতা :
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-ব্যবস্থাপক (ক্যাশ) মো. আশক আলীর অবসর উত্তর ছুটিতে গমণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (১৪ জুন) বিকেলে ব্যাংকের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়।
ডিজিএম (ক্যাশ) সঞ্জীবন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন- মহাব্যবস্থাপক মো. আবুল কালাম ও মো. সিরাজুল ইসলাম।
মো. আব্দুল হাদীর পরিচালনায় বক্তব্য রাখেন- উপ-মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান, জাবেদ আহমদ, যুগ্ম-পরিচালক মো. আশরাফ হোসেন, মোহাম্মদ আলী আকতার, বিনয় ভূষণ রায়,.অফিসার্স কাউন্সিলের সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মো. আল জাহান, ব্যাংক ক্লাবের সেক্রেটারি রান্টু চন্দ্র দাস, সিবিএর সেক্রেটারি আব্দুল ওয়াদুদ মো. আলমগীর, কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক রাসেল আহমদ চৌধুরী, আশক আলীর পুত্র আরিফুল আলম প্রমুখ।
বক্তারা আশক আলীর সফল কর্মজীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন। তাঁর প্রতিষ্ঠিত আশক আলী ফিটনেস ক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন- চাকুরির পাশাপাশি তাঁর সমাজিক ও মানবিক কাজগুলো তাঁকে অমর করে রাখবে। বক্তারা আশক আলীর অবসরকালীন জীবনের সফলতা কামনা করেন। পরে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করেন প্রধান অতিথি নির্বাহী পরিচালক মো. আবুল বশর।