বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়ের পরলোক গমন : শৎকার সম্পন্ন
দিরাই সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায় (৬৯) পরলোক গমন করেছেন। রোববার (১৩ জুন) দুপুরে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনাচর গ্রামের মৃত লাল মোহন রায়ের ছেলে।
রোববার বিকেলে সিলেট পিডিবি শহিদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মান প্রদান শেষে সন্ধ্যায় চালিবন্দর মহা মহাশশ্মানে শৎকার সম্পন্ন করা হয়।
স্বপন কুমার রায় দীর্ঘ দিন থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সর্বশেষ সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিকেল চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।