কামরানের প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবার ও বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জলি
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং সিলেট সিটি কর্পোরশনের সাবেক মেয়র, মাটি ও মানুষের নেতা বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খতমে কোরআন, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল, শিরনী বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল (১৫ জুন) ৯টা থেকে নগরীর নয়াসড়কস্থ মানিকপীর রহ. মাজার প্রাঙ্গনে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।
পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন ও বিশেষ মোনাজাত, সকাল ৯টায় মরহুমের কবর জিয়ারত ও মানিক পীর রহ. টিলা সংলগ্ন স্থানে শিরনী বিতরণ করা হয়। এদিকে সকালে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সিলেট মহানগর আওয়ামীলীগ, মাছিমপুর এলাকাবাসী, সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুর রহমান, কেন্দ্রীয় সদস্য আলী হোসেন আলম, ব্লাড ডোনেশন লিংক সিলেট, লুমিনাস সোসাইটি সার্ভিস ক্লাব, সিলেট মহানগর হকার্স লীগ, ১৪নং ওয়ার্ড যুবলীগ, সুরমা বয়েজ ক্লাব, প্যারামেডিক এসোসিয়েশন সিলেট ডিভিশনাল কমিউনিটি, ওয়েব অব হিউমিনিটি এলায়েন্স সিলেট’সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বাদ জোহর মরহুমের পরিবারের উদ্যোগে বাসায় খতমে কোরআন ও দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আসর সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং শিরনী বিতরণ করা হয়। ডা. আরমান আহমদ শিপলু সকলের কাছে বাবার জন্য দোয়া প্রার্থণা করেন।
দোয়া মাহফিল ও শ্রদ্ধাঞ্জলি প্রদানে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নুরুল ইসলাম পুতুল, যুগ্ম-সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, দপ্তর সম্পাদক খোন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, মরহুম কামরান পুত্র ও সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সরোয়ার সবুজ, সৈয়দ কামাল, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, মাহফুজ চৌধুরী জয়, জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টামন্ডলীর সদস্য মোস্তাক আহমদ ও আব্দুল মালিক সুজন।
ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট মোস্তফা দেলোয়ার আজহার, শেখ সুহেল আহমদ কবির, মো. ছয়েফ খান ও সাজোয়ান আহমদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য সাইফুর রহমান সাইফুর, কেন্দ্রীয় সদস্য আলী হোসেন আলম, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সাংবাদিক মামুন হাসান, শংকর দাস, জাবেদ আহমদ, আশরাফ উল্লাহ ইমন প্রমুখ।