সাংবাদিক মারুফ হাসানের পিতৃবিয়োগ : বাদ এশা জানাযা
স্টাফ রিপোর্টার :
দৈনিক জালালাবাদ-এর অনলাইন ইনচার্জ ও সিলেট প্রেসক্লাবের সদস্য মারুফ হাসানের পিতা এ কে এম শফিকুল ইসলাম আজ বুধবার (১৬জুন) সকাল ৮.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত রাতে অবস্থার অবনতি হলে সিলেটে নিয়ে আসার পথে এম্বুল্যান্সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা পূর্ব শাহবাজপুর ছাতারখাই গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।