শাহজালাল রহ. মাজারে সিনেমার শ্যুটিং নিয়ে তোলপাড়
স্টাফ রিপোর্টার :
হযরত শাহজালাল রহ. মাজার প্রাঙ্গণে একটি সিনেমার শ্যুটিং নিয়ে তোলপাড় চলছে। গতকাল মঙ্গলবার (১৫ জুন) জোহরের নামাজের সময় পরিচালক ইস্পাহানি আরিফ জাহান ‘হৃদিতা’ নামের একটি সিনেমার শ্যুটিং করেন সেখানে। চিত্র নায়িকা পূজা চেরীর দৃশ্য ধারণ করা হয় মাজারের মহিলা এবাদতখানায়। শাহজালাল রহ. মাজারের মুতাওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আমান জানিয়েছেন- ‘এটি একটি মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র। এর একটি অংশের দৃশ্য ধারণ করা হয় মাজারে। আমাদের অনুমতি নিয়েই তারা শ্যুটিং করেছেন।’
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার বি.এম আশরাফ উল্লাহ তাহের বলেন- অনুমতি দেয়ার বিষয়টি মাজার কর্তৃপক্ষের। তবে, শ্যুটিংয়ের বিষয়টি পুলিশের নজরে ছিল।
গতকাল মঙ্গলবার জোহরের নামাজের সময় শাহজালাল মাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়- একটি শ্যুটিং ইউনিট তাদের শ্যুটিং দৃশ্য ধারণ করছেন। ঠিক এই সময়ে মাজার মসজিদে চলছিল জোহরের নামাজের জামাত। মাজারে আসা লোকজন এ সময় শ্যুটিং দেখতে ভিড় করেন। এ নিয়ে নামাজে আসা মুসল্লীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মুসল্লিরা বলেন- মসজিদ ও মাজার পবিত্র জায়গা। নামাজের সময় চলছে শ্যুটিং। সবকিছু মিলিয়ে এখানে এই সময়ে সিনেমার শ্যুটিং কতটা যৌক্তিক ও বৈধ তা তাদের অনুধাবন করার প্রয়োজন ছিল। ভবিষ্যতে যেন মাজারে কোন সিনেমার শ্যুটিং না হয়-এ দাবি জানান মুসল্লীরা। তারা বলেন- মসজিদ ও মাজার হচ্ছে ইবাদত করার জায়গা। পবিত্র এই জায়গা সিনেমার শ্যুটিং এর জন্য নয়।
সিনেমার পরিচালক ইস্পাহানি আরিফ জাহান সাংবাদিকদের বলেন- এই সিনেমার নাম ‘হৃদিতা’। বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুর রহমানের ‘হৃদিতা’ উপন্যাসের চরিত্র অবলম্বনে এই সিনেমার গল্প তৈরি হয়েছে। সিনেমায় মুত্যুপথযাত্রী নায়ক প্রার্থনা করতে মাজারে এসেছেন, এমন গল্প থেকেই শাহজালাল মাজারে শ্যুটিং করতে আসা। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। ছবিতে নায়িকা পূজা চেরি অভিনয় করছেন। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে। পরিচালক আরিফ জাহান বলেন- আমরা মাজার কর্তৃপক্ষের অনুমতি নিয়েই শ্যুটিং করছি।