সাংবাদিক মারুফ হাসানের পিতার দাফন সম্পন্ন : এসএমএস মিডিয়া’র শোক
স্টাফ রিপোর্টার :
দৈনিক জালালাবাদ এর অনলাইন ইনচার্জ ও সিলেট প্রেসক্লাবের সদস্য মারুফ হাসানের পিতা এ. কে. এম. শফিকুল ইসলাম বুধবার (১৬ জুন) সকাল পৌনে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন। গত রাতে অবস্থার অবনতি হলে সিলেটে নিয়ে আসার পথে এম্বুল্যান্সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ এশা বড়লেখা উপজেলার পূর্ব শাহবাজপুর ছাতারখাই গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এদিকে, খ্যাতিমান সাংবাদিক মারুফ হাসানের পিতা এ. কে. এম. শফিকুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর নেতৃবৃন্দ।
দৈনিক সময় সিলেট’র বার্তাকক্ষে পাঠানো এক যৌথ শোকবার্তায় এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন ও পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবাবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।