নগরীর চৌহাট্টা থেকে যুবক নিখোঁজ : থানায় ডায়রি
নগর সংবাদদাতা :
সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে আলী হোসেন (৩১) নামে গ্রামীন ফোনের এক সিম বিক্রয়কর্মী নিখোঁজ হয়েছেন। তিনি বুধবার (১৬ জুন) সকাল ১০টায় বাসা থেকে কাজে বেরিয়ে আর বাসায় ফিরে যাননি। তিনি নগরীর চারাদিঘীরপাড় এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বুধবার সন্ধ্যায় আলী হোসেনের বাবা নগরীর চারাদিঘীরপাড় এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বাদি হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি নং-১৮২৫) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন- নিখোঁজ আলী হোসেন নগরীর চৌহাট্টা পয়েন্টে গ্রামীণ ফোন কোম্পানির সিম বিক্রয় করতো। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে সে বাসা থেকে কাজে বেরিয়ে যায়। দুপুরে বাসায় ফেরার কথা থাকলেও ফিরে আসেনি। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
পরে চৌহাট্টা পয়েন্টে’সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায় নি।
কেউ তার সন্ধান পেলে নিম্নোক্ত এই নাম্বারে (০১৭৪৬-২৭৪৮৫৪) অথবা সিলেট কোতোয়ালি থানায় যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।