নিখোঁজ আবু ত্ব-হা আদনানকে গাইবান্ধা থেকে উদ্ধার
সময় সংগ্রহ :
নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে গাইবান্ধা উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মহানগর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজনু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ত্ব-হাকে উদ্ধার করা হয়।
ত্ব-হাকে পাওয়ার খবর নিশ্চিত করেছেন তার শ্যালক মোহাম্মদ হানিফও। তিনি বলেন- ‘আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি, উনাকে’সহ আরেকজনকে পাওয়া গেছে। তারা রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে।’
কোতোয়ালি থানার আরেক এসআই এরশাদ হোসেন জানান- শুক্রবার দুপুরে তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।
বিকেল তিনটার দিকে রংপুরের আবহাওয়া অফিসের মাস্টারপাড়ায় ত্ব-হার শ্বশুর আজহারুল ইসলামের বাড়ি থেকে তাকে পুলিশ বের করে নিয়ে যায়।
তবে খোকন নামে এক স্থানীয় বাসিন্দা জানান- শুক্রবার বেলা ১২টার দিকে তিনি মাস্টারপাড়ায় তাকে দেখেন। কিন্তু ত্ব-হা সে সময় কোনো কথা বলেননি। মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলেন।
৮ জুলাই থেকে ত্ব-হাসহ চারজন নিখোঁজ হন। কোথা থেকে কীভাবে নিখোঁজ হন এমন তথ্য দিতে পারছিল না আইনশৃঙ্খলা বাহিনীও।
অনেকে অভিযোগ তুলছিল, সমসাময়িক অন্যান্য ইস্যুতে আন্তরিকতা দেখালেও ত্ব-হার নিখোঁজের বিষয়ে তেমন কোনো তৎপরতা দেখাচ্ছে না সরকার। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সমালোচনা হচ্ছিল।