সোবহানীঘাট প্রায় ১১ শতক জমির মালিকানা বুঝে পেলো সিসিক
নগর সংবাদদাতা :
নগরীর সোবহানীঘাট এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের ১০.৯৪ শতক জমির সীমানা চিহ্নিত করা হয়েছে। দীর্ঘদিন সিসিকের এই জমিটি নিয়ে মামলা জটিলতা ছিল। সম্প্রতি আদালতের নির্দেশে সিটি কর্পোরেশন জমির মালিকানা নিশ্চিতে সীমা চিহ্নিত করে।
বৃহস্পতিবার (১৭ জুন) এক অভিযানে সিসিকের এই জমির সীমানা চিহ্নিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিসিকের সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবর সহ সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ।
প্রসঙ্গত, জৈনক ব্যক্তি এই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করলেও ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর আদালত এই জমির মালিক সিলেট সিটি কর্পোরেশন বলে রায়ে প্রদান করেন।