শায়েস্তাগঞ্জে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪ কেজি গাঁজা’সহ শরীফ মোল্ল্যা (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ জুন) রাতে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানার অলিপুর বাজার এলাকা থেকে গাঁজা’সহ তাকে গ্রেপ্তার করে।
সে ব্রাহ্মনবাড়িয়া বিজয়নগর এলাকার টুক চাঁনপুর গ্রামের ইয়াকুব মোল্ল্যার ছেলে।
বৃহস্পতিবার (১৭ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৪ কেজি গাঁজা জব্দ’সহ পেশাদার মাদক কারবারি শরীফ মোল্ল্যাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।