বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের সাথে এসএমপির ডিসি’র সৌজন্য সাক্ষাৎ
বিশেষ সংবাদদাতা :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. ফয়সল মাহমুদ গত বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর এর সাথে তাঁর অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় এসএমপির ডিসি (ট্রাফিক) সিলেট নগরীতে চলমান ট্রাফিক পক্ষের নানা দিক সেন্ট্রাল ব্যাংকের নির্বাহী পরিচালককে অবহিত করেন এবং সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা কার্যকরে সকল মহলের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর সিলেট মহানগরীর ট্রাফিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি রাস্তার উপরে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের সম্মুখের সড়কে বসা হকার উচ্ছেদে ট্রাফিক পুলিশ ও সিটি কর্পোরেশনের কার্যকর ভূমিকার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল কালাম ও মো. সিরাজুল ইসলাম এবং ডিজিএম মো. জাবেদ আহমদ উপস্থিত ছিলেন।