বাড়ি বাড়ি গিয়ে হাবিবের পক্ষে সমর্থন আদায় করতে হবে: এড. লুৎফুর রহমান
স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেছেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়েছেন। আমাদের দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে নির্বাচিত করা। এজন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হাবিবুর রহমান হাবিবের পক্ষে সমর্থন আদায় করতে হবে।
তিনি সুষ্ট-সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রেখে আগামী ২৮ জুলাই ভোটারদের ভোট কেন্দ্রে আসার সুযোগ করে দিতে দলীয় নেতা কর্মীদের সচেষ্ট থাকার আহবান জানান।
শুক্রবার (১৮জুন) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ এডভোকেট শামীম আহমদের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন— জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন— সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক আ.স.ম মিসবাহ, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মতিউর রহমান মতি, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সদস্য শহিদুর রহমান শাহীন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, নজরুল ইসলাম কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, সদস্য ফজলুল করিম হেলাল, ফখরুল ইসলাম সাইস্তা।
এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- লালবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক মুহিত হোসেন, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক মলিক, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানর মিয়া, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আতিকুর রহমান, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আকতার হোসেন, তেঁতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আশিক আলী, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাদির সাদেক, সাধারণ সস্পাদক সারোয়ার আলম মিতুন, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, রাজ্জাক হোসেন, নজরুল ইসলাম কামাল, মাসুক উদ্দিন,আব্দুল মতিন, কামাল উদ্দিন রাসেল, জামাল আহমেদ, কামাল আহমেদ, ফজলুল করিম হেলাল, খিজির খান, আব্দুল আহাদ, তাহসিন আহমেদ দীপু, রফিকুল হক, পংকি মিয়া, বশির মিয়া, বুরহান উদ্দিন,আজাদ মিয়া,তপন চন্দ্র পাল, শাহ-আলম প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।