নবীগঞ্জে অশ্লীল ভিডিও বিক্রির দায়ে যুবকের কারাদন্ড
নবীগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জে অশ্লীল ভিডিও বিক্রির দায়ে সাগর (২২) নামে এক যুবককে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ জুন) রাতে উপজেলার ইমামবাড়ি বাজারে অভিযান পরিচালনা করে তাকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সে উপজেলার পুরানগাঁও এর রনি দাস এর ছেলে।
অভিযান পরিচালনা করেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।
তিনি বলেন- ইভটিজিং ও অশ্লীল কাজ বেড়ে যাওয়ার অন্যতম কারন হচ্ছে অশ্লীল ছবি, ভিডিও বিক্রি ও তার প্রসার। বিভিন্ন বাজারে কম্পিউটার সার্ভিসিং এর নামে এসব বিক্রি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দণ্ডবিধি 1860 এর 292 ধারার অপরাধে তিন মাস বিনাশ্রম কারাদন্ড এবং সিপিইউ টি সরকারের নামে বাজেয়াপ্ত করা হয় বলে তিনি জানান।