ধর্মপাশা প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি পলাশ, সম্পাদক এনামুল
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের ধর্মপাশা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ জুন) বিকেল ৪টায় স্থানীয় ইলেকট্রনিক মিডিয়া সেন্টারে এ উপলক্ষে পূর্ব নির্ধারিত আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আজকের বিজনেস’র বাংলাদেশ প্রতিনিধি তরিকুল ইসলাম পলাশকে সভাপতি ও সমকাল’র প্রতিনিধি এনামুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এক বছর মেয়াদী এ কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমার সংবাদ’র প্রতিনিধি এম এম এ রেজা পহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাগো সিলেট’র প্রতিনিধি সারোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আমাদের সময়’র প্রতিনিধি সাজিদুল হক, সাংগঠনিক সম্পাদক ভোরের দর্পণ’র প্রতিনিধি সাদ্দাম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুনামগঞ্জ জার্নাল’র প্রতিনিধি মেহেদী হাসান বাবর, কার্যকরী সদস্য সুনামকণ্ঠ’র প্রতিনিধি চয়ন কান্তি দাস, আজকের পত্রিকা’র প্রতিনিধি আতিকুর রহমান ফারুকী, সকালের সময়’র প্রতিনিধি মো. হাফিজুল হক ও সময় সংবাদ’র প্রতিনিধি মহিউদ্দিন আরিফ।