তাহিরপুরে পর্যটকদের যেতে মানা
তাহিরপুর সংবাদদাতা :
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বন্ধ করা হয়েছে সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন কেন্দ্র। একইসাথে পর্যটকদের তাহিরপুরের বিভিন্ন স্থান ভ্রমণে আসতে নিরুৎসাহিত করছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৯ জুন) তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল টাংগুয়ার হাওরসহ উপজেলার বিভিন্ন পর্যটন স্পষ্টে পর্যটকদের আগমন সাময়িক নিষিদ্ধ ঘোষণা করে দুপুর সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোষ্ট দিয়েছেন।
এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ তাহিরপুর একেই বিষয় প্রশাসনিক ভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন।
চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল জানান- জীবন বাঁচাতে হলে সবাইকে আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে নিজের জীবন ও পরিবারের সুরক্ষা জন্য নিজেদের নিরাপত্তা নিশ্চিত করুন।
তিনি আরও বলেন- নিরাপত্তার জন্য কিছু দিন নিয়ম মেনে প্রিয়জনদের নিয়ে ঘরে সময় দিন আর সবাইকে ভাল রাখুন। সেই সাথে সাবান দিয়ে ভাল ভাবে হাত ধোবেন, সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, সব সময় মাস্ক ব্যবহার করুন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়াসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সর্বস্তরের জনসাধারনের সচেতনতা সৃষ্টির জন্য এ উদাত্ত আহবান জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।