জাকিরের গাড়িতে হামলার ঘটনায় আরেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
জুড়ী সংবাদদাতা :
আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলা চেষ্ঠার অভিযোগে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফারিয়ান আহমদ উপজেলা ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। এনিয়ে এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ জুন) রাত সাড়ে ৭ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ ও ফারহান নামের আরও ২ জনকে গ্রেপ্তার করে ১৫১ ধারায় জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ১২ জুন রাত সাড়ে আটকায় জুড়ীর গোয়ালবাড়ি নিজ বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে জুড়ী বিজিবি ক্যাম্প চত্বরে জাকিরের গাড়িতে হামলার চেষ্ঠা চালানো হয়। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার কারনে হামলাকারীরা পালিয়ে যায়।