চাঁদনীঘাট থেকে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করলো ছাতক থানা পুলিশ
সময় সংগ্রহ :
সিলেটের দক্ষিণ সুরমা থেকে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার পুলিশ। শনিবার (১৯ জুন) রাত পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদনীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ।
গ্রেফতারকৃত সুফী মোহাম্মদ ইকবাল ছাতক থানাধীন বাতিরকান্দি গ্রামের মাওলানা আব্দুল হাই (কমরু মিয়া) ছেলে। বিষয়টি নিশ্চিত করেন থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম।
তিনি জানান- গ্রেফতারকৃত ব্যক্তি ২টি মামলার সাজাপ্রাপ্ত ও একাধিক মামলায় দীর্ঘদিন থেকে পলাতক। রোববার তাকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
সুনামগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযানে ছিলেন ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, এসআই আতিকুল আলম, এএসআই মোহাম্মদ আলীসহ একদল পুলিশ।