জুড়ীতে ৮০ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর
জুড়ী সংবাদদাতা :
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে মৌলভীবাজারের জুড়ীতে গৃহহীন ৮০ পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের উপজেলায় ভূমিহীন ও গৃহহীন এসব মানুষদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন তিনি।
এ সময় জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, গোয়ালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, পশ্চিম জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান শ্রীকান্ত দাস, পূর্বজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পূ, গৃহহীনদের মধ্যে বশির মিয়া প্রমুখ।
উপজেলায় মোট ১৬৯ টি ঘরের মধ্যে ৮০ টি ঘরের চাবি,দলিল গৃহহীনদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ওমর ফারুক।