সিলেটে মুক্তিযোদ্ধা সংসদকে সিঙ্গারের উপহার প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি :
স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিটকে সিঙ্গার এর পক্ষ থেকে উপহার স্বরূপ একটি ফ্রিজ প্রদান করা হয়েছে।
রোববার (২০ জুন) সিঙ্গার কর্তৃপক্ষের কাছ থেকে উপহারটি গ্রহণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিটের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ সিঙ্গার কর্তৃপক্ষকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
উপহার গ্রহণকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর রফিক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা রজনী দাস, বীর মুক্তিযোদ্ধা মুনাল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী।
সিঙ্গারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সিনিয়র এরিয়া ম্যানেজার মো. শাহজাহান খান, ডিসট্রিক্ট ম্যানেজার মো. আদিল রহমান, এরিয়া ক্রেডিট ইনচার্জ মো. জাহিদুন নবী, দরগা মহল্লার ব্রাঞ্চ ম্যানেজার শুভাশীষ ব্যানার্জী, চৌহাট্টা ব্রাঞ্চ ম্যানেজার মো. হাবিবুর রহমান ভূঁইয়া।
আরও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সন্তান মনোজ কপালী মিন্টু, মো. মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, মো. জাকারিয়া চৌধুরী জাকি, সমর দাস, এমরান হোসাইন প্রমুখ।