নৌকার বিজয় নিশ্চিতে কুচাই ইউনিয়নে মহানগর আ.লীগের মতবিনিময়
দক্ষিণ সুরমা সংবাদদাতা :
আসন্ন সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে মহানগর আওয়ামী লীগের সমন্বয়ে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কুচাই ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ীতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান। অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল বক্স।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল বক্স বলেছেন- বঙ্গবন্ধু, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক হচ্ছে নৌকা। নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। যেকোনো নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আসন্ন সিলেট-৩ আসনের উপনির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিজয় নিশ্চিতে আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেট মহানগরের আশপাশের কেন্দ্রগুলোতে নৌকার বিজয় নিশ্চিত করতে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করবে। এক্ষেত্রে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সভাপতিত্বে এবং ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসীন কামরান, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান, মহানগর আওয়ামী লীগের সদস্য এমরুল হাসান, মহানগর আওয়ামী লীগের সদস্য এবং ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরাজুল ইসলাম শিরুল, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেমিম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা দীপক জ্যোতি পাল শিবু, কুচাই ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, মনোরঞ্জন নম, প্রদীপ দে দিপু, কৃষ্ণমনি বিশ্বাস, স্বপন গোস্তামী, এম এন ইসলাম, জুয়েল আহমদ, বদরুল ইসলাম আফজাল হোসেন, শাহীন আহমদ, শামীম কবির, হাজী জাহাঙ্গীর হোসেন, আব্দুশ শহীদ, যুবলীগ নেতা লাহিনুর রহমান লাহিন, হেলাল আহমদ, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ, হিমেল কান্তি দেব, খালেদ আহমদ, সাইদুর রহমান জুনেল, শাহরিয়ার হোসেন সজীব, মাহিন আহমদ চৌধুরী, আতিকুর রহমান মাহিন প্রমুখ।