জগন্নাথপুর আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
জগন্নাথপুর সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর আনসার-ভিডিপির উপজেলা কর্মকর্তা জিলু রহমান বলেছেন- প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশের ভারসাম্য রক্ষায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। এ লক্ষ্যকে বাস্তবায়নে আনসার-ভিডিপি সদস্যদেরকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (২২ জুন) জগন্নাথপুর উপজেলা পরিষদের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষক-প্রশিক্ষিকা’সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপির সদস্যবৃন্দের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা কর্মকর্তা আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ৫টি করে গাছের চারা বিতরণ করেন।