বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ৫ দোকান পুড়ে ছাই : কোটি টাকার ক্ষতি
দোয়ারাবাজার সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে বাজারে আগুন লাগার পর প্রায় ৪ ঘন্টাব্যাপী স্থানীয় জনসাধারণের প্রচেষ্টায় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়- মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাংলাবাজারের প্রধান গলির ভেতরে জুমা এন্টারপ্রাইজ ও প্রভা এন্টারপ্রাইজ নামের পেট্রোল-ডিজেল, সার, কীটনাশক ও গ্যাস সিলিন্ডারের ডিলারের দোকানে আগুনের সূত্রপাত। যা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমানের মেশিনারিজ দোকান, নিরঞ্জন শীলের সেলুনের দোকান, সাইফুল ইসলামের কম্পিউটার দোকান, সুভাষ শীলের সেলুনের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া অপর গলির এরশাদ হোসেনের টিনের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন- সুরমা নদীতে ব্রিজ না থাকায় ছাতকস্থ ফায়ার সার্ভিস লাফার্জ ফেরি হয়ে ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমানটা বেশি হয়েছে।
এদিকে, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল’সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ছাতক ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ ফয়সল আহমদ অগ্নিকাণ্ডের বিষয়ে বলেন- বাজারের পেট্রোল-ডিজেল ও গ্যাস সিলিন্ডারের ওই দোকানে কোন লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর।