বিশ্বনাথে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে মামলা : প্রতিবাদে সভা অনুষ্ঠিত
বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথে অপহরণ মামলার বাদী দিনমজুর রিপন মিয়ার বিরুদ্ধে আসামি আব্দুল মতিনের মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছেন বৃহত্তর দশপাইকা গ্রামবাসী।
সোমবার (২২জুন) রাতে গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রবিউল খানের বাড়িতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন- গ্রামের প্রবীন মুরব্বী ও পশ্চিম দশপাইকা পশ্চিম হাটি জামে মসজিদের মোতায়াল্লী হাজী মো. আফিজ আলী।
প্রতিবাদ সভায় বাদী রিপনের বিরুদ্ধে পাল্টা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি দু’মাস আগে রিপনের দায়েরকৃত অপহরণ মামলার প্রধান আসামি ও সদ্য চুরির মামলার বাদী আব্দুল মতিনসহ পলাতক আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবিও জানান বক্তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন- স্থানীয় ইউপি সদস্য মো. ওয়াহাব আলী, সমাজসেবক ইসমাইল খান, ব্যবসায়ী নাছির আলী, মুরব্বী রাশিদ আলী, আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা মো. গিয়াস উদ্দিন, দশপাইকা আনরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মুক্তার খান, চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মো. বকুল খান, স্কুল-শিক্ষক শফিক আহমদ-পিয়ার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মো. মাহমদ আলী, মতছির আলী, ছনুফর আলী, মখদ্দুছ আলী, আশদ আলী, মমছির আলী, সিজুল আহমদ, আব্বাছ খান, সের খান, সুমন খান, সুলতান খান, ছাব্বির আহমদ, আকবর আলী, দিলাফর আলী, জমির আলী, ফয়জুল রহমান, মাসুদ মিয়া, সাইফুল খান, সাবুল, আঃ রউফ, মসশির আলী, আমির আলী, আলকাছ আলী, হেলাল, মারুফ খান, ইয়াকুব আলী, মর্তুজ আলী, ফারুক আহমদ, নয়াছ উদ্দিন, নজির আহমদ, ইরন আলী, আব্দুস ছালাম ও রিপন মিয়াসহ আরও অনেকে।
অভিযোগ সূত্রে জানা গেছে- গত ২৩ এপ্রিল রাতে দুই শ্যালককে নিয়ে চাচাতো ভাইয়ের ছেলে দিনমজুর রিপন মিয়াকে (৩০) অপহরণ করেন আব্দুল মতিন (৪৮)। সিএনজি চালিত অটোরিকশাযোগে অপহরণকালে হাবড়াবাজারে যাবার পর স্থানীয় জনতা মতিনের শ্যালক মারুফ মিয়া (৩০) ও আফজাল মিয়াকে (৩২) আটক করে পুলিশে দেয়।
ঘটনার পরদিন ২৪ এপ্রিল রিপন বাদী হয়ে অপহরণ ও হত্যা চেস্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ১৮)। এ মামলায় মতিনের দুই শ্যালক এখনও জেলহাতে রয়েছে। কিন্তু রিপনের দায়েরকৃত অপহরণ মামলার দেড় মাসের মাথায় অপহরণ মামলা থেকে বাঁচতে বাদী রিপনের বিরুদ্ধে পাল্টা একটি চুরির মামলা দায়ের করেন অপহরণ মামলার প্রধান ও পলাতক আসামি আব্দুল মতিন। গত ৯ জুন তিনি সিলেটের সিনিয়র জুডিশিয়াল আদালতে এই মামলাটি দায়ের করেন (মামলা নম্বর ১৬১)।