বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের চূড়ান্ত সূচি ঘোষণা
স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ ছাড়া একটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে দুই দল। জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দলের চূড়ান্ত সফরসূচি আজ ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
২৯ জুন বাংলাদেশ টেস্ট দল উড়াল দেবে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। তার আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
টেস্ট সিরিজের পর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ১৬ জুলাই প্রথম ওয়ানডে। তার আগে একটি একদিনের প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। করোনা মহামারির জন্য মাঠে কোনো দর্শক থাকবে না। জিম্বাবুয়ে সরকারের বিশেষ অনুমতি নিয়ে জৈব সুরক্ষাবলয়ে সিরিজটি আয়োজন করবে সে দেশের ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরসূচি:
একমাত্র টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম টি-টোয়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট