কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ
কমলগঞ্জ সংবাদদাতা :
করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় কমলগঞ্জে সাবান, হ্যান্ড স্যানিটাইজার স্প্রে ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে বিকেল ৪টায় পৌরসভা কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিতরণের জন্য কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের নিকট ১২৫টি করে সাবান, ১৫টি হ্যান্ড স্যানিটাইজার স্প্রে ও ২৫০টি করে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ বেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার উপ সহকারি প্রকৌশলী এম এইচ ইমরান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, জসিম উদ্দিন শাকিল, মো. ছাদ আলী, মো. রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মুহিত, আহাদুর রহমান বুলু, বখতিয়ার খান, নারী কাউন্সিলর মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হামিম মাহমুদ প্রমুখ।