আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলী
সংবাদ বিজ্ঞপ্তি :
২৩ জুন ২০২১ ইং বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু’র সভাপতিত্বে ও নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পনকালে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সূফি সামছুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবুল কাহের, উপজেলা যুবলীগ নেতা বকুল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান আহমদ রাব্বানী ,সৌমিত্র ধর, উপজেলা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান খান, সুজাদ আহমদ, ইমাদুল ইসলাম রাফি, রাজন আলী, আকমল হোসেন, সায়েফ সোহাগ, কামরুল ইসলাম, আবু তাহের মিসবাহ, সুহেব আহমদ, নুরুল ইসলাম নাহিদ, অমিত মালাকার, আব্দুল্লাহ, আরিয়ান আহমদ, রুহেল আহমদ, মাহফুজুর রহমান সালমান, আলী, মাছুম খান, পারভেজ আহমদ ফাহিম, মামুন আহমদ, রেদওয়ান আহমদ, সুহেব আহমদ, রুহুল আমিন, রেজাউল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের প্রানের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। মহান স্বাধীনতা আন্দোলন’সহ এদেশের প্রতিটি গনতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র হাত ধরে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।