প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিয়ানীবাজার আ.লীগের শ্রদ্ধাঞ্জলি
বিয়ানীবাজার সংবাদদাতা :
বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টায় বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল আহাদ, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, পৌর মেয়র আবদুস শুকুর, উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম পল্লব, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।