স্বামী-স্ত্রী, মেয়ে-জামাই সবাই মাদক কারবারি!
সময় সংগ্রহ :
জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃজেলা মাদক কারবারির একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুন) ভোরে পৌরসভার সাতপোয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- শিপন মিয়া, তার স্ত্রী ফাতেমা আক্তার শিলা, মেয়ে অখি আক্তার ও জামাতা আলমগীর হোসেন। দীর্ঘদিন ধরে এরা আন্তঃজেলা মাদক কারবারি সিন্ডিকেটের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়- দীর্ঘদিন ধরে জামালপুরসহ বিভিন্ন এলাকায় মাদক কারবারি সিন্ডিকেট গড়ে তোলেন তারা। এদের বিরুদ্ধে ১৪টি মামলা আদালতে বিচারাধীন। মাদক কারবারের প্রধান শিপন মিয়া এটি করে দোতলা বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন। এ বাড়িতে বুধবার ভোরে মাদক কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার পুলিশ অভিযান চালায়। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।
সরিষাবাড়ী থানার এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রফিকুল হক জানান- আন্তজেলা মাদক কারবারির চার সদস্যকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।