ভোটের অধিকার ফিরিয়ে দেয়া সরকারের দায়িত্ব: শফি আহমদ চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী শফি আহমদ চৌধুরী বলেছেন- গণতন্ত্র রক্ষা মূল হাতিয়ার হচ্ছে ভোট। জনগণের সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে নির্বাচনে অংশ নিচ্ছি। যে কোনো মূল্যে গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতেই হবে।
বুধবার (২৩ জুন) দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়নে বিভিন্ন এলাকায় গণসংযোগকালে স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন- বর্তমান সরকারের আমলে মানুষ নির্বাচন বিমুখ হয়ে গেছেন, সরকারের দায়িত্ব জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সরকার এবং নির্বাচর কমিশনকে সেই নৈতিক দায়িত্ব পালন করতে হবে।
এ সময় তার সাথে এলাকার বিশিষ্ট মুরব্বী, যুব সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি’সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।