অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা ছালিক আহমদ
বিশ্বনাথ সংবাদদাতা :
প্রাচীনতম বিদ্যাপীঠ সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসা’র উপাধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা ছালিক আহমদ রহ. (ভুরকি হুজুর) অজস্র মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন ভুরকি গ্রামের পারিবারিক কবরস্হানে।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকাল সাড়ে ৫টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের অংশ গ্রহণে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা হোসাইন মোহাম্মদ মাসরুর এবং দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
উপাধক্ষ্য আল্লামা ছালিক আহমদ স্থানীয় লামাকাজী ইউনিয়নের ভুরকি গ্রামের মরহুম পীর আবুল লেইছ এর বড় সন্তান। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৩ বছর। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজের পূর্বে মরহুমের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী, সিলেট-২ (বিশ্বনাথ ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি, সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান, বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান।
উল্লেখ্য, গত ২২ জুন মঙ্গলবার শ্বাসকষ্ট ও জ্বরের লক্ষণ নিয়ে সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন উপাধক্ষ্য আল্লামা ছালিক আহমদ। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা টেস্ট করতে নমুনা নেওয়ার পর টেস্টের রিপোর্ট হাতে পৌঁছার আগেই বৃহস্পতিবার সকাল ৭.৩০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।