ওমান জমিয়ত নেতাকে হরিপুর ছাত্র জমিয়তের সংবর্ধনা প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি :
জমিয়তে উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মাসুম আল মাহদী ও মাওলানা মুশতাক আহমদ-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ জৈন্তাপুর উপজেলার হরিপুর শাখার উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ জুন) হরিপুর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন- সৌদি আরব জমিয়তের সাবেক আহবায়ক মাওলানা শরীফ উদ্দীন খাঁ, যুব জমিয়ত হরিপুর ইউপি শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, ছাত্র জমিয়ত জৈন্তাপুরের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা এম. আলীমুদ্দীন হরিপুর, গালীব হারুন রশীদ প্রমুখ।
এ সময় পরে সংগঠনের পক্ষ থেকে মাওলানা মাসুম আল মাহদী ও মাওলানা মুশতাক আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।