বাংলাদেশ ব্যাংক নিবাস মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ফুটবল অনুষ্ঠিত
বিশেষ সংবাদদাতা :
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গঠিত আর্জেন্টিনা ফ্যান ক্লাব ও ব্রাজিল সমর্থক গোষ্ঠীর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুন) বিকেলে সিলেটের শাহজালাল উপশহরস্থ বাংলাদেশ ব্যাংক নিবাস মাঠে অনুষ্ঠিত টানটান উত্তেজনার এই প্রীতি ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রীতি ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন এবং ভিআইপি গ্যালারীতে বসে প্রত্যক্ষ করেন।
বিশেষ অতিথি ছিলেন- ডিজিএম (প্রশাসন) খালেদ আহমদ, ডিজিএম নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, মোস্তফা আজাদ কামাল, সফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি জলি তালুকদার, সেক্রেটারি রান্টু চন্দ্র দাস, প্রাক্তন সভাপতি মো. সাইফুল আলম, বিনয় ভূষণ রায়, প্রাক্তন সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র দাস, সুভেন্দু কুমার দেব, বিপ্লব চন্দ্র দত্ত, মোহাম্মদ আলী আকতার।
টানটান উত্তেজনা আর ক্রীড়ানৈপুণ্যে সমুজ্জল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি পরিচালনা করেন- ডিজিএম জাবেদ আহমদ। আর্জেন্টিনার সিতাংশু শেখর রায় ও ব্রাজিলের দেলওয়ার হুসেইন নিজ নিজ দলের পক্ষে গোল দুটি করেন। বিপুল সংখ্যক দর্শক ম্যাচটি উপভোগ করেন।