বিয়ানীবাজার সরকারী হাসপাতালের পাম্প বিকল : ৩দিন ধরে পানি নেই!
সময় সংগ্রহ :
সিলেটের বিয়ানীবাজার সরকারী হাসপাতালের পাম্প নষ্ট হওয়ায় ৩দিন ধরে পানির সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনরা।
সংশ্লিষ্ট সূত্র যায়- গত ২১ জুন বিয়ানীবাজার সরকারী হাসপাতালের পানির পাম্প বিকল হয়ে যায়। এ থেকেই পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এছাড়া হাসপাতালের কোয়ার্টারে বসবাসরত চিকিৎসক, নার্সসহ কর্মচারীরাও। রোগীর স্বজনদের বাইরে থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। পানি সংকটে অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। দ্রুত পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
একাধিক রোগীর স্বজনরা জানান- পানি না থাকায় বাথরুমে যাওয়া যাচ্ছে না। আর যেতে হলে বাহিরে থেকে পানি এনে যেতে হচ্ছে। পানির অভাবে পরিষ্কার করতে না পারায় টয়লেট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন রোগী, স্বজন ও স্টাফরা। দ্রুত পানির সমস্যার সমাধান না হলে এখানে থাকার পরিবেশ থাকবে না।
ঘুঙ্গাদিয়া গ্রামের আহমদ হোসেন দম্পতি নিজেদের ৯ মাস বয়সী বাচ্চাকে নিয়ে শুক্রবার সকাল থেকে ভর্তি রয়েছেন। তাদের বাচ্চা নিউমোনিয়া আক্রান্ত বলে জানান তারা।
ভুক্তভোগী আহমদ হোসেন বলেন- হাসপাতালে পানি না থাকার অবুঝ বাচ্চাকে নিয়ে বিপাকে পড়েছি আমরা। তিনি দ্রুত এই সমস্যার সমাধান চান।
প্রতিবেদকের কথা হয় হাসপাতালের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রাবেয়া আক্তারের সাথে। তিনি জানান- গত কয়েকদিন তিনি ভায়া ক্যাম্পেইনে ছিলেন। সেকারণে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ থাকার বিষয়টি তার অজানা। শুক্রবার বিকালে সান্ধ্যকালীন শিফটে তিনি দায়িত্ব পালন করতে এসে জানতে পারেন যে হাসপাতালের পাম্পের মোটর বিকল, তাই পানি সরবরাহ বন্ধ। বিষয়টি স্বাস্থ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন না কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান- তার সহকর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে।
হাসপাতালে পানি সরবরাহ না থাকার কথা স্বীকার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন- ৩দিন নয়, গত ২দিন ধরে হাসপাতালের পানির পাম্পটি বিকল থাকায় হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভর্তি রোগী ছাড়াও হাসপাতালের কোয়ার্টারে বসবাসরত চিকিৎসক, নার্স ও স্টাফদের পানির সমস্যার ভোগান্তি পোহাতে হচ্ছে। স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে পাম্প বিকল হওয়ার বিষয়টি জানানো হয়েছে। মেরামত করে পানি সরবরাহ স্বাভাবিক করা হবে।