ইউরো কাপের শেষ ষোলোর সূচি
স্পোর্টস ডেস্ক :
গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে ইউরো ২০২০ আসরের। গত বুধবার মধ্যরাতে চূড়ান্ত হয়েছে শেষ ষোলোয় খেলার জন্য দলগুলো। আগামী ২৬ জুন থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।
শেষ ষোলোতে যে দলগুলো :
এ গ্রুপ– ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড; বি গ্রুপ- বেলজিয়াম, ডেনমার্ক; সি গ্রুপ– ন্যাদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইউক্রেন; ডি গ্রুপ– ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র; ই গ্রুপ- সুইডেন, স্পেন; এফ গ্রুপ– ফ্রান্স, জার্মানি, পর্তুগাল।
শেষ ষোলো রাউন্ডের সূচি :
(ম্যাচ–ভেন্যু–সময়–তারিখ)
ওয়েলস বনাম ডেনমার্ক– আমস্টারডাম – রাত ১০টা – ২৬ জুন
ইতালি বনাম অস্ট্রিয়া– লন্ডন – রাত ১টা – ২৭ জুন
নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র– বুদাপেস্ট – রাত ১০টা – ২৭ জুন
বেলজিয়াম বনাম পর্তুগাল- সেভিলি – রাত ১টা – ২৮ জুন
ক্রোয়েশিয়া বনাম স্পেন– কোপেনহেগেন – রাত ১০টা – ২৮ জুন
ফ্রান্স বনাম সুইজারল্যান্ড– বুখারেস্ট – রাত ১টা – ২৯ জুন
ইংল্যান্ড বনাম জার্মানি– লন্ডন – রাত ১০টা – ২৯ জুন
সুইডেন বনাম ইউক্রেন– গ্লাসগো – রাত ১টা – ৩০ জুন