চুনারুঘাটে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
চুনারুঘাট সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) র্যাব-৯ এর একটি দল গাজীপুর ইউনিয়নের জারুলিয়া এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উজ্জল মিয়া (২০), ফয়েজ মিয়া (২৫) ও শফিক আহম্মেদ (২৪)।
শুক্রবার (২৫) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্র জানায়- বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল চুনারুঘাট থানার ১নম্বর গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রাসের চুনারুঘাট-আসামপাড়া ভূইচড়াপুর ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী উজ্জল মিয়া, ফয়েজ মিয়া ও শফিক আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।
অভিযানে নেতৃত্ব দেন লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হোসেন এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামান।