খাদিমনগরের ৫নং ওয়ার্ড আ.লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ধোপাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি যুব সংগঠক মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ আলীর পরিচালনায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোসাহিদ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রমিজ উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি চান মিয়া, সুয়াব আলী, আব্দুল হাকিম, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুদ্দীন সোহরাব, এয়ারপোর্ট থানা শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুস সালাম মনির মিয়া প্রমুখ।