সিলেট নগরীর মেন্দিবাগে সন্ত্রাসীদের হামলায় আহত ২ : আটক ১
সময় সংগ্রহ :
সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্টের ল’ কলেজ ও আবুল মাল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের রাস্তার সামনে দুই যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। এই হামলার ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকায় প্রেরন করা হয়েছে। এ ঘটনায় বাদল নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুন) রাত ১১টার দিকে নগরীর মেন্দিবাগ পয়েন্টের ল’ কলেজ ও আবুল মাল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের রাস্তার সামনে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- শাহী ঈদগাহ এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে রায়সুল (২৬) ও ইলেকট্রিক সাপ্লাই এলাকায় আব্দুল গফুরের ছেলে আব্দুল আহাদ (২৮)। এর মধ্যে আহত আব্দুল আহাদকে ঢাকায় নেয়া হচ্ছে বলে জানা গেছে।
জানা যায়- নগরীর উপশহর পয়েন্টের পূর্বপাশে সিলেট ল’ কলেজ ও আবুল মাল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের রাস্তার সামনে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিচ্ছুক্ষণ পর উপশহর থেকে একটি পক্ষ ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ল’ কলেজের সামনে অবস্থানকারী যুবকদের উপর হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ২ জনেকে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রায়সুল ও আব্দুল আহাদকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেন মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) এহসান চৌধুরী, কোতোয়ালী নডেল থানার ওসি এসএম আবু ফরহাদ ও শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
সূত্র জানায়- হামলাকারী ও আহতরা সকলেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তবে কি কারনে এ ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।