খারপাড়ার প্রধান সড়কের সামনের অংশের প্রশস্তকরণ কাজের উদ্বোধন
বিশেষ সংবাদদাতা :
সিলেট সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের খারপাড়া মিতালী আবাসিক এলাকার সড়ক প্রশস্তকরণের জন্য খারপাড়া জামে মসজিদের এক ফুট জায়গা স্বেচ্ছায় ছেড়ে দেয়া হয়েছে।
কাউন্সিলর এস.এম শওকত আমীন তৌহিদ ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আব্দুর রহমান জামিল-এর উপস্থিতিতে শনিবার (২৬ জুন) দুপুরে মসজিদের দেওয়াল ভাঙ্গার কাজের উদ্বোধন করেন- খারপাড়া মিতালী সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও খারপাড়া জামে মসজিদের সহকারী মোতওয়াল্লী মো. লাল মিয়া।
এ সময় খারপাড়া মিতালী সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. মনির উদ্দিন চৌধুরী, জুমন আহমদ, মিতালী সমাজকল্যাণ পরিষদের প্রাক্তন সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা শাহনাজুল ইসলাম শেহনাজ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জাবেদ আহমদ, অফিস সেক্রেটারী আলী হায়দার, প্রচার সম্পাদক শেনুর আহমদ, যুব পরিষদের সহ-সভাপতি নাছির আহমদ, সাধারণ সম্পাদক রুমন আহমদ, সদস্য সোয়েবুর রহমান, স্বাধীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কাউন্সিলর এস.এম. শওকত আমীন তৌহিদ বলেন- এ বছরের মধ্যেই খারপাড়া এলাকার সবকটি সড়কের প্রশস্ত করণের কাজ শেষ হবে। ঈদুল আজহার পূর্বেই খারপাড়ার প্রধান সড়কের সামনের অংশের ঢালাই করা হবে। এ সময় তিনি খারপাড়া এলাকার পানির সমস্যাও সহসা দূর হবে বলে আশ্বাস দেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের সেক্রেটারী আব্দুর রহমান জামিল বলেন- ভূমিকম্পের ঝুঁকিতে থাকা সিলেট মহানগরীর মহল্লার সড়ক সমূহ প্রশস্তকরণ এখন সময়ের প্রয়োজন। তিনি সড়ক প্রশস্ত করণে স্বেচ্ছায় জায়গা ছেড়ে দেয়ায় এলাকাবাসীদের ধন্যবাদ জানান।