সীমিত পরিসরে লকডাউন: দ্বিতীয় দিনে বেড়েছে গাড়ির চাপ ও মানুষের চলাচল
স্টাফ রিপোর্টার :
‘সীমিত’ পরিসরের লকডাউনের দ্বিতীয় দিনে সিলেট নগরীর রাস্তায় ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও মোটরসাইকেলের চাপ বেড়েছে। তাছাড়া রাস্তাঘাটে প্রথম দিনের চেয়ে মানুষের উপস্থিতি ছিলো বেশি। পাড়া-মহল্লা ও চায়ের দোকানগুলোতে চলছে আড্ডা। বেলা বাড়ার সাথে সাথে শহরতলীর বিভিন্ন বাজারেও জমতে থাকে মানুষের আনাগোনো। এতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বালাই।
এদিকে সরকারী নিয়ম নিয়তির তোয়াক্কা না করেই মহানগর ও শহরতলীতে অবাধে চলছে সিএনজিচালিত অটোরিকশ, রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলের মাধ্যমে যাত্রী পরিবহন চলছে। এছাড়া ট্রাক, পিকআপ, প্রাইভেটকার নগর থেকে দূরে যেতে যাত্রীরা এসব গাড়ি ব্যবহার করেছেন।
মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে বন্দরবাজার, আম্বরখানা, জিন্দাবাজার, চৌহাট্টা, শিবগঞ্জ, উপশহর, কদমতলী, হুমায়ুন রশীদ চত্ত্বর, দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার সড়কগুলো ঘুরে দেখা যায়- অসংখ্য মানুষ তাদের প্রয়োজনীয় কাজে রাস্তায় বের হয়েছেন। মানুষের উপস্থিতির সঙ্গে বেড়েছে যানবাহনও। বাস ছাড়া সবধরনের যানবাহন রাস্তায় চলাচল করছিলো। এ সময় তাদের কোনোরকমের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়নি।
নগরীতে ঘুরে দেখা যায়- সবকটি বড় শপিং মল বন্ধ রয়েছে। তবে রাস্তার পাশের ব্যবসায়ীরা সাটার লাগিয়ে বা অর্ধেক সাটার খোলা রেখে ব্যবসা পরিচালনা করছেন। রেস্টুরেন্টে বসিয়ে খাবার না খাওয়ার নির্দেশ থাকলেও অনেক রেস্টুরেন্টে বসে খাবার খেতে গেছে। পাশাপাশি লকডাউন বাস্তবায়নে পুলিশের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। দুই একটি পয়েন্টে ট্রাফিক সদস্যদের নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা গেছে।
উপশহর এলাকায় পথচারী সজল আহমদ বলেন- পরিস্থিতি একবারে স্বাভাবিক মনে হচ্ছে। কিছু মার্কেট ও দোকানপাট ছাড়া সব খোলাই আছে। গাড়িও চলছে স্বাভাবিকের মতো।