কুড়িগ্রামে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি : বন্যার আশংকা
কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে গত দু’দিন ধরে ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে জেলার প্রায় সব কয়টি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে। ভারি ও মাঝারী বর্ষণের কারণে নদী পাড় এলাকাগুলোতে পানি বাড়ার সাথে সাথেই দেখা দিয়েছে ভাঙন। যার ফলে বন্যার আশংকা করছেন নদী পাড়ের মানুষ।
নদী ভাঙন এলাকাগুলো ঘুরে দেখা যায়- নদী পাড়ের লোকজন বন্যা আতংকে ও ভাঙনের কবল থেকে বাঁচতে নিজেদের বসতভিটার বাড়ি-ঘড় অন্যত্র সরিয়ে নিচ্ছেন। টানা বর্ষণে বিপাকে পড়েছেন খেটে-খাওয়া ও নিম্নআয়ের মানুষ।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়- যেভাবে বৃষ্টি পড়ছে এবং নদীর পানি বাড়ছে, এতে বন্যা আসার সম্ভাবনা রয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, কুড়িগ্রামে বুধবার সকাল পর্যন্ত তিস্তা নদীর পানি ৮ সে.মি. কমলেও ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ১৯ সে.মি. ও ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্ট ৩০ সে.মি. ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ২৬ সে.মি. বৃদ্ধি পেয়েছে।